,,,,,স্টাফ রিপোর্টার,,,,,
ভুয়া সার্টফিকেট ও জাতীয় পরিচয়পত্রে বয়স গোপন করে বহাল তবিয়তে চাকুরী করে যাচ্ছেন নর্থ বেঙ্গল সুগার মিল এর গ্যারেজ শাখার ম্যাকানিক পদের কর্মচারী প্রতারক মোঃ হাসানুজ্জামান ওরফে মুকুল ।
আর এ অভিযোগ এনেছেন মোঃ হাসানুজ্জামান ওরফে মুকুল এর আপন ভাতিজা মোঃ জামান শাহরিয়ার।
জামান শাহরিয়ার জানান, মোঃ হাসানুজ্জামান ওরফে মুকুল এর পিতা জনাব আলী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাকেরগঞ্জ বর্তমান বরিশাল জেলা পুলিশের উপ-পুলিশ সুপার (ডি এস পি) পদে চাকুরী করতেন এবং তিমি তৎকালীন সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং পাক বাহিনীর হাতে নৃশংস ভাবে শহীদ হন। তিনি একজন বীর মুক্তিযুদ্ধা। ১৯৭২ সালে শেখ মুজিবর রহমান কর্তৃক চেক এবং শহীদ মুক্তিযুদ্ধা সার্টিফিকেট প্রদান ও ১৯৯৮ সালে শেখ হাসিনা কর্তৃক মুক্তিযোদ্ধা সার্টিফিকেট প্রদান। তার স্ত্রী মৃত লতিফা খাতুন আমৃত্যু শহীদ জনাব আলীর মুক্তিযুদ্ধা ভাতা গ্রহণ করতেন। কিন্তু মোঃ হাসানুজ্জামান ওরফে মুকুল এর জাতীয় পরিচয় পত্রে বয়স দেখা যায় ১২ মার্চ ১৯৭৩। পিতার মৃত্যুর দুই বছর পর তার জন্ম। যেটা পৃথিবীর মধ্যে এক বিরল ঘটনা সৃষ্টি করেছে। ঘটনা তদন্ত পূর্বক জানা যায় তার প্রকৃত জন্ম ১৯৫৬ সালে। তার বর্তমান বয়স ৬৯ বছর। এখনও তার কিভাবে ৮-৯ বছর চাকুরী থাকে। আবার পিতার মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবার দরখাস্ত করে। পিতা ১৯৭১ সালে শহীদ হলে ১৯৭৩ সালে কিভাবে জন্ম হয় তার?
জামান শাহরিয়ার আরো জানান, সুগার মিলের নথি অনুযায়ী দেখা যায় অষ্টম শ্রেণি পাসের সার্টিফিকেট যেটা ঈশ্বরদী উপজেলা অধীন কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের। সেখানে তার জন্ম ১৯৭৩ উল্লেখ আছে। কিন্তু সে কোন দিন ঈশ্বরদী উপজেলায় বসবাস করেনি এবং কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করেনি। ঘটনা স্থলে খোঁজ নিয়ে জানা গেছে সার্টিফিকেট টি ভুয়া। প্রকৃত সে কোনদিনই বিদ্যালয়ে যায়নি। স্বাক্ষর ছাড়া তিনি কিছু লিখতে পারেন না।
জামান শাহরিয়ার তার অভিযোগে আরো জানান, এ বিষয়ে নর্থ বেঙ্গল সুগার মিল এর ম্যানেজিং ডাইরেক্টর ও জেনারেল ম্যানেজার এর কাছে লিখিত আপত্তি দিলেও কোনোরূপ পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি বিষয়টি এড়িয়ে যান ও আমলে নেন না।
নর্থ বেঙ্গল সুগার মিল এ অনিয়ম ও বয়স গোপন করে প্রতারণা মূলকভাবে দুর্নীতি করে বাংলাদেশ সরকারের চিনি শিল্প ও খাদ্য করপোরেশন এর অর্থ প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে প্রতারক হাসানুজ্জামান মুকুল এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে বাংলাদেশ সরকারের বর্ধিত সকল সুযোগ সুবিধা সে গ্রহণ করছে। এই প্রতারক মোঃ হাসানুজ্জামান ওরফে মুকুল এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ সরকারের অর্থ পুনরুদ্ধারের জন্য নর্থ বেঙ্গল সুগার মিলের ম্যানেজিং ডাইরেক্টর ও জেনারেল ম্যানেজার সহ উপজেলা প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করছি।
অভিযুক্ত মোঃ হাসানুজ্জামান ওরফে মুকুল এর সাথে মুঠো ফোনে বারবার ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
নর্থ বেঙ্গল সুগার মিল এর জেনারেল ম্যানেজার আনিসুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিুযক্ত ব্যক্তি কি ভাবে চাকরী নিয়েছে তা নথিপত্র না দেখে বলা সম্ভব নয়। তবে প্রতারনার মাধ্যমে চাকরী নিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোন বাধা নেই।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh