বিশেষ প্রতিনিধি, খুলনা:
পূর্ব শত্রুতার জেরে খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৯নং চাঁদ খালী ইউনিয়নে খুন হলো ময়না রানী সানা।
গত বুধবার(১৮/০৬/২০২৫) বিকাল পাঁচটার সময় দেশীয় অস্ত্র( দা, ছুরি ,শাবল , লোহার রড,লাঠি ইত্যাদি) দিয়ে গুরুতর জখম করা হয় ময়না রানী সানা কে। আজ তিনি সেই ক্ষত থাকা অবস্থায় এবং মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে হাসপাতালের বিছানায় কাতরাতে কাতরাতে না ফেরার দেশে চলে গেলেন।
পার্শ্ববর্তী বাড়ির গুণ্ডা ও দস্যু প্রকৃতির লোক মনোরঞ্জন সানা ওরফে মনু(৫২) ও তার পুত্ররা সহ অজ্ঞাতো আরও তিন চার জন ময়না রানী সানা'র উপর অতর্কিত হামলা এবং শারীরিক নির্যাতন করে। দীর্ঘদিন খুলনা আড়াইশো বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ ( বুধবার )সকাল ১০.০৭ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান ।
এ বিষয়টিকে কেন্দ্র করে ময়না রানী সানার ছেলে রবীন্দ্র নাথ সানা(২৬) বাদী হয়ে গত ২৫/০৬/২০২৫ তারিখে পাইকগাছা থানায় এজাহার দায়ের করেন। এজাহারে উল্লিখিত আসামিরা হল ১.মনোরঞ্জন সানা (৫২), পিতা: মৃত- হাজু সানা ২.অনিল চন্দ্র সানা (৩০) ৩.গোপীনাথ থানা (২৭), উভয় পিতা: মনোরঞ্জন সানা,সর্ব সাং- মৌখালী, থানা -পাইকগাছা, জেলা-খুলনা সহ অজ্ঞাত নামা ৩/৪ জন আসামি করা হয়।এজাহারে উপর ভিত্তি করে পাইকগাছা থানা পুলিশ আজও কোন পদক্ষেপে নেয়নি।
গত ২৩ জুন ২০২৫ ,১৫.৩৯ সময়ে জাতীয় দৈনিক বিকাল বার্তা এবং মর্নিং পোস্ট দুইটি পত্রিকায় পূর্ণাঙ্গ সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখিত তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মানুষ মারা আসামিদের জন্য খেলনা বিষয় হয়ে দাঁড়ায়।
এই দুর্ধর্ষ আসামীরা বিভিন্ন সময়ে মানুষের উপর বিনা অপরাধে অতর্কিত ভাবে হামলা করে এবং হুমকি ধামকি দিয়ে আসে এর সঠিক বিচার হওয়া উচিত। আসামিরা সামান্য ঘটনা কে কেন্দ্র করে একজন মানুষকে মেরে ফেলতে পারে তাহলে এর চেয়েও তাদের দ্বারা আরো অনেক কিছু করা সম্ভব।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh