নিউজ ডেস্ক:
ঢাকা: রাষ্ট্রীয় মিডিয়া যন্ত্র ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। তিনি বলেন, রাষ্ট্রীয় মিডিয়া যন্ত্রকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিত যে ষড়যন্ত্র হচ্ছে, বিগত সরকারের সঙ্গে এর হুবহু মিল দেখছি। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, তিনটি ঘটনায় ছাত্রদলকে নিয়ে তারা যে মাতামাতি করেছে, একটা গণমাধ্যমের রিপোর্টে দেখলাম একটাতেও ছাত্রদলের পদধারী কেউ নেই।
এভাবে চাপিয়ে দেওয়ায় এগুলো টক অফ দা কান্ট্রি হয়ে যাচ্ছে, টক শোর ইস্যু হচ্ছে। কিছু কিছু টেলিভিশনকে নিয়ন্ত্রণ করে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর সঙ্গে বিগত সরকারের হুবহু মিল পাচ্ছি। এটা খুবই ভয়াবহ পরিস্থিতি।
এনসিপির প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এনসিপির আসলে কিছুই নাই, সারা বাংলাদেশে একটা অফিসও নাই। একটা দলকে নিবন্ধন পেতে গেলে, প্রত্যেকটা জেলা শহরে একটা অফিস দরকার, যেটা তালা বন্ধ হোক বা খোলা, দপ্তরি দিয়ে চালাক বা পিয়ন দিয়ে, যেভাবেই হোক চালাতেই হবে। কিন্তু তারা ক্লাব, সুপারমার্কেটে একটা রুম ভাড়া নিয়ে, অফিস উদ্বোধন করছে। তাদের তো আর কোনো উপায় নেই।
সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে হতে হবে রাষ্ট্রীয় সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, এবং দলীয় প্রশাসনিক দুর্নীতিমুক্ত। দেশের বিচার বিভাগকে স্বতন্ত্র সচিবালয়ের মাধ্যমে জনবল নিয়োগ থেকে শুরু করে বাস্তবায়ন, সমস্ত কর্মপদ্ধতি পরিচালনা করতে হবে। এ সংস্কারগুলো নির্বাচনের আগে বা পরে সেটা কোনো বিষয় না, সদিচ্ছা থাকলেই যে কোনো সময় করা যায়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh