বিকাল বার্তা ডেস্ক:
সিলেটে প্রতারক চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (০৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় নগরীর হযরত শাহজালাল (রহঃ) মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চিকনীপাড়া গ্রামের মো. হোসাইনের পুত্র মো. ওসমান গনি (২১), ৬নং ওয়ার্ডের সোনারপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে মো. ফরহাদ আহাম্মদ (২২)।
জানা যায়, সারাদেশে ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম-সেবা মহানগর গোয়েন্দা বিভাগকে প্রতারণা দমন কার্যক্রমে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা বিভাগ তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযান শুরু করে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে এক প্রতারক চক্র সিলেট মহানগর ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নগদ এজেন্ট দোকানে গিয়ে কৌশলে দোকানদারের অজান্তে তাদের নগদ অ্যাকাউন্টের পিন সংগ্রহ করে নেয়। এরপর ওই পিন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে একাধিক ই-ট্রানজাকশন করে প্রতারকেরা দোকানদারদের অ্যাকাউন্টে থাকা টাকা আত্মসাৎ করে।
এ ঘটনায় ভুক্তভোগী মদিনা মার্কেটের ব্যবসায়ী সৌরভ রায় শুভ এবং শাহজালাল গেইটের ব্যবসায়ী মো. সাইদুর রহমান জানান, তাদের দোকান থেকে প্রতারকরা যথাক্রমে ৩০ হাজার এবং ৪৯ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। এসময় জব্দ করা হয়েছে, ১টি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি অনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন ফোন, নগদ ৪০ হাজার ৫শ ৪০ টাকা এবং ১২টি মোবাইল ফোন সিম।
এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh