ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে মর্মান্তিকভাবে লাবিব মল্লিক(১৩)নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সৌদি আরব প্রবাসী সাজ্জাদ মল্লিকের পুত্র। কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী। শনিবার (১২ জুলাই) সকাল ছয়টার দিকে এ ঘটনাটি ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, লাবিবের চাচা নাজমুল হোসেন এর ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া সময় পল্লী বিদ্যুতের তারের সাথে সংযুক্ত করতে গেলে তার ছিড়ে দিয়ে মাটিতে পড়ে থাকে। কিন্ত মূল তারে লিকেজ থাকায় বিচ্ছিন্ন আর্থিং তারের সাথে লেগে যায় এবং এটি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় বাড়ির পাশে বাগানে পড়ে থাকা তারে লাবিব ঘুরতে গেলে তারে জড়িয়ে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে তার চিৎকার শব্দ শুনে এর মা এগিয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মা গুরুতর আহত হন।
একমাত্র ছেলের মৃত্যুর সংবাদে পিতা সাজ্জাদ মল্লিক সৌদি আরব থেকে দেশে ফিরছেন বলে পরিবারটি নিশ্চিত করে।
এ ব্যাপারে কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন জানান,অত্যন্ত মেধাবী শিক্ষার্থীটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। প্রবাসীর পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh