শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে হতদরিদ্র শিশুদের মাঝে চারা বিতরণের মাধ্যমে একটি ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে বীরগঞ্জ পৌরসভা ও সুজালপুর ইউনিয়নের শিশু ও যুব ফোরাম এবং ইমপ্যাক্ট প্লাস’-এর সদস্যদের সম্মিলিত উদ্যোগে প্রায় ৫০টি লেবুর ও ৫০টি পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচীটি বীরগঞ্জ পৌরসভার ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড এবং ছোট শীতলাই গ্রামে সফলভাবে সম্পন্ন হয়। এর মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষায় শিশুদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের মাধ্যমে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়া।
বীরগঞ্জ যুব ফোরামের সভাপতি মোঃ নুরনবী ইসলাম বলেন, বৃক্ষ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ আমাদের শ্বাস নেওয়ার উপযোগী বায়ু নিশ্চিত করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে দূষণ রোধে সহায়তা করে। এই পৃথিবী কেবল আবাসস্থল নয়, আমাদের অস্তিত্বের শিকড়ও।
উদ্যোক্তারা সকলের প্রতি আহ্বান জানান,
গাছ লাগান, প্লাস্টিক বর্জন করুন ও দূষণ রোধে এগিয়ে আসুন—একটি নিরাপদ ভবিষ্যতের জন্য।
এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য বীরগঞ্জ এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়। পরিবেশবান্ধব এমন কার্যক্রম আগামী প্রজন্মকে একটি সবুজ, সুস্থ ও টেকসই পৃথিবী উপহার দিতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh