কে এম বেলাল পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা:
বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৪০) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
মৃত আবু হানিফ পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হামেত আলী খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হানিফ হাবিব মাওলানার চারতলা ভবনের তৃতীয় তলায় নির্মাণকাজ করছিলেন। কাজের সময় একটি লোহার রড বাঁকাতে গিয়ে সেটি পাশের ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি ও তার সহকর্মী আল আমিন।
স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক আল আমিনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, "বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন রাজমিস্ত্রির মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ না থাকে, তবে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনরা মরদেহ দাফন করতে পারবেন।"
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh