ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবেশীর ঘর থেকে বাচ্চু মাতুব্বর(৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার(২৯ মে) সকালে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাচ্চু ওই গ্রামের মজিদ মিয়া মাতুব্বরের ছেলে। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী ছিলেন বলে জানা যায়।
এলাকার সূত্রে জানা যায়, সুলতান খাঁ(৭০) গতকাল(বুধবার)দিবাগত রাতের খাবার খেয়ে রাত ৯সাড়ে টার দিকে স্ত্রীসহ তার ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে তাদের ঘরের মেঝেতে প্রতিবেশী বাচ্চু মাতুব্বর মৃত দেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তার ঘরে বাচ্চু মাতুব্বরকে মৃত অবস্থায় দেখতে পেয়ে ভাঙ্গা থানায় সংবাদ দেন।
সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাচ্চু মাতুব্বরের মরদেহ উদ্ধার করে।
এব্যাপারে নিহত বাচ্চু মাতুব্বরের স্ত্রী জানায়, আমার স্বামী রাতে খাবার খেয়ে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় । ভোরে খবর আসে আমাদের বাড়ির কয়েকটি বাড়ি পর কোষাভাংগা গ্রামের সুলতান খাঁর বাড়িতে তার মৃতদেহ পড়ে আছে। আমার স্বামী এই বাড়িতে প্রায়ই রাতে তার বন্ধুদের নিয়ে আড্ডা দিত।এলাকাবাসী জানায়, সুলতান খাঁ ৭০ বৃদ্ধ ও গরীব মানুষ এবং কানে কম শুনে। তারা স্বামী-স্ত্রী দুইজন রাতে খাবার খেয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে। তার ঘরের বারান্দায় এলাকার কিছু লোকজন প্রতিদিন জুয়া খেলতো আর আড্ডা দিত । ধারনা করা হচ্ছে জুয়া খেলা নিয়ে কোন ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আশরাফ হোসেন জানান, নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রাম থেকে বাচ্চু মাতুব্বর নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে৷ লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে৷ ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে৷
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh