মোঃ রেজাউল ইসলাম পাইকগাছা প্রতিনিধি :-
খুলনার পাইকগাছার গড়ইখালী গ্রামের জলাবদ্ধতা নিরাসন,পানি নিষ্কাশনের সুব্যবস্থা ও স্লুইচ গেট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার ১০ নং গড়ইখালী ইউনিয়নের, গড়ইখালী গ্রামের জলাবদ্ধতা নিরসন,পানি নিষ্কাশন ও স্লুইচ গেট নির্মাণের দাবিতে বৃহস্পতিবার বিকাল ৫ টায় নিকারীর ছোপ খাল সংলগ্ন ওয়াপটা গেটে হাজারো মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জননেতা মাওঃ আমিনুল ইসলাম।
মানববন্ধনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ আয়ুব ও মুসা ডিগ্রী কলেজের অভিভাবক সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সরদার।
মোঃ জহির রায়হান এর সঞ্চালনায় মানববন্ধনের উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল ( জেএসডি) খুলনা জেলার সাধারণ সম্পাদক স,ম, রেজাউল করিম, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ইন্সপেক্টর মোঃ আমিনুল হক,প্রভাষক মোঃ মফিজুল ইসলাম লিটু, কুমখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম হাফিজুর রহমান,মোঃ হাবিবুর রহমান, মোঃ আল- আমিন, সুলতান মাহবুব, আমিরুল হক,গোলাম মোস্তফাসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন।
মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘদিন যাবত খুনী স্বৈরাচারী হাসিনা সরকারের দোসরদের দ্বারা অত্র ইউনিয়নের জলমহল দখল হয়েছে।
৩৬ জুলাইয়ের স্বাধীনতা এখনো লাগেনি অত্র ইউনিয়নে। মানববন্ধনে বক্তারা দাবি করেন অতি দ্রুত স্লুইট গেট নির্মাণ না করা হলে অত্র ইউনিয়নের ধান চাষ ব্যাহত হবে। এই বৃষ্টি মৌসুমে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন যাপন করছে ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh