বিশেষ প্রতিবেদকঃ ৫ আগস্ট ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর পুলিশের নিস্ক্রিয়তার কারনে সিলেটের জুয়ারীরা বেপরোয়া হয়ে উঠেছে। আইন শৃংখলা বাহিনীসহ কাউকেই তারা তোয়াক্কা করছেনা। এই তালিকায় প্রথমেই আছে দক্ষিণ সুরমায় ডেবিল জুয়াড়ী অন্তর। কুমিল্লা পট্টির পুরো নিয়ন্ত্রণ তার দখলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট এসএমপির দক্ষিণ সুরমা থানার আওতাধীন ২৬নং ওয়ার্ডের ভার্থখলা কুমিল্লা পট্টিতে রয়েছে বড় ধরনের জুয়ার বোর্ড, এটি পরিচালনা করে অন্তর নামের একজন, তীর, ঝান্ডমুন্ডসহ বিভিন্ন ধরনের আইটেমে এখানে জুয়া চলে দিনরাত। এই কুমিল্লা পট্টিতে আইনশৃংখলা বাহিনী প্রবেশ করতে ভয় পায়।
এখানে রিতীমতো একটি কিশোর গ্যাং বাহিনী রয়েছে, যাদের হাতে বিভিন্ন সময়ে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এ্যাশল্ট হতে হয়েছে। এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছে জুয়ারী অন্তর। তাকে শেল্টার দিচ্ছেন প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও সালিশ বিচারক হাজী মইনুল ইসলাম। যেকারনে এখানকার বাসিন্দারা অপরাধমূলক যেকোনো ধরনের কাজ করেও পুলিশ এ্যাশল্ট করতে তাদের কোনো অসুবিধা হয়না। এই কুমিল্লা পট্টি জুয়া-মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়ংকর এবং নিরাপদ আস্তানা।
নবাগত পুলিশ কমিশনার যোগদান করার পর জুয়া, মাদক, ছিনতাইয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানা পুলিশ ও কদমতলী ফাঁড়ি পুলিশের দুটি টিম ডেবিল জুয়ারী অন্তরকে আটক করতে অভিযান চালায়, এসময় অন্তরের জুয়ার আস্তানা থেকে ৩জনকে আটক করলেও অন্তরকে পায়নি। পরে অন্তরের নিয়ন্ত্রণাধীন কিশোর গ্যাংকের সদস্যরা পুলিশের কাছ থেকে জুয়ারীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও সফল হতে পারেনি।
জুয়ারী অন্তরের বিষয়ে জানতে দক্ষিণ সুরমার কদমতলী ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই সুমনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন অন্তরকে আটক করতে আমাদের অভিযান চলমান আছে, এবং অভ্যাহত থাকবে। আপনারা সাংবাদিকরা আমাদের সহযোগিতা করুন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh