আল্লাহ মহান
*পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা*
মহসিন আলম মুহিন, বিশেষ প্রতিনিধি
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে বেতিল খামার গ্রাম কবরস্থান সংলগ্ন-“মিন্নত আলী সরকার”- ঈদগাহ মাঠে এলাকার সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত অদ্য ০৭/০৬/২০২৫ রোজঃ-শনিবার সকাল ৯ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।। ঈদগাহ মাঠের ইমাম সাহেব ও মদিনা মজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মোঃ আমিরুল ইসলাম সাহেব গোপালপুরী কোরবানির তাৎপর্য তুলে ধরেন এবং নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন।। নামাজ শেষে কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।। নামাজের কিছু পূর্বে কবরস্থানের উন্নতিকল্পে সাধ্যমত সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে সকলকে এই কাজে জুড়তে আহ্বান করেন কবরস্থান ও ঈদগাহ মাঠের সম্মানিত সভাপতি টেক্সন গ্রুপের এমডি দানবীর ও সমাজ সেবক জনাব আলহাজ্ব শেখ আব্দুস সালাম সাহেব।। আরও উপস্থিত ছিলেন মদীনা মসজিদ ও আলহাজ্ব আব্দুল মান্নাফ হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেডিয়্যান্স গ্রুপের এমডি ও সিরাজগঞ্জ চেক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা খামার গ্রামের কৃতিসন্তান জনাব শাহিদুল ইসলাম শাহেদ সাহেব।। সভাপতি এবং খতিব সাহেব সহ কবরস্থান কমিটির গুণীজন সকলেই বেতিল খামার গ্রাম কবরস্থানের মাটি ভরাট ও উন্নতি কল্পে সকলের সহযোগিতা কামনা করেন
এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও ব্যাংক একাউন্টের পাশাপাশি নগদ পারসোনাল ও বিকাশ পারসোনাল এর তথ্য প্রদান করেন যা এখানে দেওয়া হলো।। মাঠে আরও উপস্থিত ছিলেন খামার গ্রাম বায়তুন নূর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল আলম আনছারী সাহেব ও আলহাজ্ব মাওলানা মোঃ ইমাম হোসেন সাহেব-ধর্মীয় শিক্ষক।। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ শওকত আলী সরকার সাহেব-(আচ্চু সরকার) এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ সেজবা উদ্দিন প্রামাণিক সাহেব।। আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন মেম্বার সাহেব ও তরুণ সমাজ সেবক মোঃ মাসুদ মতিন সহ অত্র কবরস্থান কমিটির গুণীজনেরা।। আল্লাহ সব ভালো দান করুন আগামী দিনগুলোতে।। এখানে উল্লেখ থাকে রাতুল গ্রুপের এমডি জনাব আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সাহেব কবরস্থানের উন্নতিকল্পে পাঁচ লক্ষ টাকা প্রদান করবেন।। আল্লাহ সকল দানকারীদের উত্তম বদলা দান করুন এবং কবরস্থানের উন্নতিকল্পে দেশ বিদেশ সহ এলাকার সকল মুসলিমকে এই কবরস্থানের উন্নয়নে তাওফিক দান করুন।। আরও উল্লেখ্যঃ-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ঈদুল আজহার জামাত সকাল ৮ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই মর্মে ঈদগাহ মাঠের ইমাম ও সম্মানিত খতিব সাহেব ঘোষণা প্রদান করেন।। আল্লাহ সব ভালো দান করুন সবাইকে আগামী দিনগুলোতে।।