মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):
নারীরা আর পিছিয়ে নেই। কি কর্মক্ষেত্রে-কি খেলাধুলায়। পুরুষদের সাথে সমান্তরালে সকল ক্ষেত্রে, সকল উন্নয়নে নারীর অংশগ্রহণের বার্তা ছড়িয়ে দিতে বগুড়ার মোকামতলায় অনুষ্ঠিত হলো ‘বেগম খালেদা জিয়া মহিলা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫’।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় মোকামতলা পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা ও মোকামতলা বিএনপির যৌথ আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। গাইবান্ধা জেলা প্রমীলা একাদশকে ২-০ গোলে হারিয়ে গাবতলী প্রমীলা একাদশ জয়লাভ করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন বিএনপির এ নেতা। খেলা দেখতে মাঠে হাজার হাজার দর্শক জড়ো হয়।
পুরস্কার বিতরণীর আগে বক্তৃতায় প্রধান অতিথি মীর শাহে আলম বলেন, নারী ফুটবলের জাগরণকে ত্বরান্বিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এ আয়োজন। দেশমাতা বেগম খালেদা জিয়া এক অনন্য মহিয়সী নারী। তিনি দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। তিনি দেশের মানুষের ভালবাসার কারণে শত বিপদ মাথায় নিয়েও দেশ ছাড়েননি। সেই আপোষহীন নেত্রীকে সম্মান জানাতে নারীদের নিয়ে এ ফুটবল খেলার আয়োজন। দেশনেত্রীর নামে এ প্রীতি প্রমিলা ফুটবল ম্যাচের আয়োজনে নারীদের মাঝে ফুটবল খেলার প্রতি উৎসাহ বাড়বে। নারীদের মাঝে সমাজের নানা সেক্টরের উন্নয়নে ভূমিকার রাখার মনোবল বাড়বে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh