ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় র্্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনকালে ২ মহিলা সহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার মইনপুর গ্রামের রাবেয়া বেগম (৪০),কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দেউস শশীতল গ্রামের জাহেনারা বেগম(৩৭),অপরদিকে উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর এলাকার নোয়াখালীর বেগমগঞ্জ থানার জয়কৃষ্ণপুর গ্রামের জামাল উদ্দিন(৪৩) এবং উপজেলার নগরকান্দা থানার জাঙালকান্দা গ্রামের সামসেল শেখের ছেলে সোহেল শেখ(৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর র.্যাব-১০ এর একটি দল ভাঙ্গা উপজেলার ভাঙ্গা- মাওয়া - ঢাকা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার সামনে ঢাকা থেকে বরিশালগামী দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এ সময় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি রাবেয়া বেগম ও জাহেনারা বেগম নামে ২ মহিলাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে ভাঙ্গা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। এছাড়া পৃথক অভিযান চালিয়ে উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর এলাকার জনৈক রাশেদ মিয়ার দোকানের সামনে থেকে উভয়ের দেহ তল্লাশি চালিয়ে জামাল উদ্দিনের নিকট থেকে ৭,শ ৭৫ পিচ এবং এর সঙ্গীয় সোহেল শেখের নিকট থেকে ৬,শ পিচ সহ মোট ১৩,শ ৭৫ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। পরে ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি ভাঙ্গা থানা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানার এস. আই আফজাল হোসেন জানান,মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh