জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি।
সাব-রেজিস্টার অফিস জনসাধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ অফিস। জমি ক্রয়-বিক্রয়সহ গুরুত্বপূর্ণ দলিল সংক্রান্ত যাবতীয় কাজ এই অফিস থেকে করা হয়। এই সাব-রেজিস্টার এই অফিসের প্রধান, তার সই বা সাইন ব্যতীত এই অফিসের কোন কাজ করা সম্ভব নয়। এমন গুরুত্বপূর্ণ একটি পদ প্রায় ৫ মাস থেকে শুন্য রয়েছে জকিগঞ্জের ভরণ সাব-রেজিস্টার অফিস, জৈন্তাপুর, কানাইঘাট,
তাজপুরসহ সিলেটের ৪ টি সাব-রেজিস্টার অফিস। তথ্য সুত্রে জানা যায়, অস্থায়ী সাব-রেজিস্টার দিয়ে চলছে এমন গুরুত্বপূর্ণ শাখাগুলো। ভুক্তভোগী গ্রাহকরা জানান,এমনিতেই জমি সংক্রান্ত কোন কাজে এই অফিসগুলোতে গেলে ঘুস না দিয়ে কোন কাজ হয়না। দিনের পর দিন অফিসের বারান্দায় ঘুরতে হয় জমি সংক্রান্ত কাজের জন্য। এখন স্থানী সাব-রেজিস্টার না থাকায় দালালদের দৌরাতত্ত্ব আর বেড়েছ। স্থবির হয়ে পড়েছে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত কাজগুলো।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা অফিসগুলো দেখার কেউ নেই। জনসাধারণের ভোগান্তি লাগবের জন্য স্থানী সাবরেজিস্টার অফিসার নিয়োগ দেওয়ার জন্য সর্বত্র দাবি উঠেছে।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালকের কাছে ভুক্তভোগীদের দাবি যত দ্রুত সম্ভব স্থানী সাব রিস্টার নিয়োগ দিয়ে জনসাধারণ ভোগান্তি দূর করার জন্য।