মহসিন আলম মুহিন।
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি কি অপরূপ বৃষ্টি,
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি বিধাতার সুন্দর সৃষ্টি।।
বৃষ্টি লাগে মিষ্টি মধুর, যখন থাকে গরম,
বৃষ্টি বিনা হয় না ফসল-থাকলে খরা চরম।।
টিনের চালে বৃষ্টি পরে, প্রাণে মধুর লাগে,
প্রেমিক মন দোল খায়-প্রেমের অনুরাগে।।
বৃষ্টির সাথে বয়ে চলে হালকা মৃদু হাওয়া,
হিয়া মাঝে তোলপাড়-বাড়ে মনের চাওয়া।।
কবির কলম বৃষ্টি মাঝে সৃষ্টির সুখ পায়-
পিছনের স্মৃতি’ উঁকি মারে মনকে কাদায়।।
বৃষ্টি শুধু বৃষ্টি নয় মুগ্ধ, স্নিগ্ধ, স্বস্তির আবেশ-
বৃষ্টি হলো রবের দেওয়া শান্তির পরিবেশ।।
# মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯