1. jnsbd24@gmail.com : admin :
সংবাদ প্রকাশের পর দক্ষিণ সুরমায় ঢাকা প্যালেসে আবাসিকে এসএমপি ডিবির অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৫ (পাঁচ) জন গ্রেফতার - দৈনিক বিকাল বার্তা
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:৪৯|
শিরোনাম :
বীরগঞ্জে হত্যা চেষ্টার মূল হোতা মনিরুজ্জামান চৌধুরী ধরা ছোঁয়ার বাইরে  এক ফালি আশা বিশ্বম্ভরপুরে প্রশাসনের জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত দিনাজপুর-৪ আসনের  ইসলামী আন্দোলন দলের প্রার্থী হিসেবে আলহাজ্ব  মাওলানা  মোঃ আনোয়ার হুসাইন নদভীকে চূড়ান্ত ঘোষণা  সর্বোচ্চ সিজিপিএ অর্জনের মাধ্যমে শাবিপ্রবিতে ইতিহাস গড়লেন মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান মাসরুর। জকিগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অভিমানী দৃষ্টি  পটুয়াখালী জেলায় গলাচিপায় ভি ডব্লিউ বি চাল বিতরণ কালে দূর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক।  বছরের শেষে চুড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সংবাদ প্রকাশের পর দক্ষিণ সুরমায় ঢাকা প্যালেসে আবাসিকে এসএমপি ডিবির অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৫ (পাঁচ) জন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় দৈনিক বিকাল বার্তায় সমশ টিভি বাংলা ও সংবাদ প্রকাশের পর দক্ষিণ সুরমায় ঢাকা প্যালেসে আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করা হয়েছে।

 

১৬/০৬/২০২৫খ্রিঃ সন্ধ্যা ১৮.০০ ঘটিকায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা প্যালেস আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে আকস্মিক অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৩ (তিন) জন পুরুষ ও ০২ (দুই) জন নারীসহ মোট ০৫ (পাচঁ) জন‘কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেনঃ ১। ফাহিম আহমেদ (২৩), ২। রেজুয়ান আহমেদ রফি (২৪), ৩। মোঃ শাহীদুল ইসলাম (২৭), ৪। রিমু আক্তার (২০), ৫। রানী বেগম(৩২)। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-১১৮, তাং-১৭/০৬/২০২৫খ্রি. ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

উল্লেখ্য এর আগে গত ১০ জুন তারিখে “হোটেলে নিয়ে ধর্ষণ দক্ষিন সুরমা থানা পুলিশের অভিযানে ০২(দুই) জন গ্রেফতার” শিরোনামে সময় টিভি বাংলা ও জাতীয় দৈনিক বিকাল বার্তায় সংবাদ প্রকাশিত হয়। এর আগেও গত জুলাই ২০২৪ ইং তারিখে দক্ষিণ সুরমার কদমতলী ফাঁড়ি এলাকার আবাসিক হোটেল গুলোতে রমরমা দেহ ব্যবসা, প্রশাসন নীরব ভুমিকায়” শিরোনামে জাতীয় দৈনিক বিকাল বার্তা, তালাশ টিভি ও সময় টিভি বাংলা, চ্যানেল ২৬সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি দক্ষিণ সুরমা থানা পুলিশ। যার শেষ পরিনতি ৭জুন ২০২৫ইয়ং একজন গার্মেন্টসকর্মীকে হোটেল কক্ষে নিয়ে গণধর্ষণ।

 

স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী মহল ও কতিপয় অসাধু পুলিশকে ‘ম্যানেজ’ করে আবাসিক হোটেলগুলোতে চলে অবৈধ পতিতা ব্যবসা । মাঝে-মধ্যে এসব হোটেলে অভিযান চালানো হলেও থামে না অপরাধমূলক কার্যকলাপ।

 

স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন,অনেক দিন ধরে এসব হোটেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিশোরীদের এনে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে একটি প্রভাবশালী অপরাধী চক্র। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে মালিক ও ম্যানেজাররা এসব অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে দেদারছে। মাঝে মধ্যে অভিযান হলে ম্যানেজার আটক হলেও মালিক কখনই আটক হয় না। ফলে বন্ধ হয় না অসামাজিক কার্যকলাপ।

 

এছাড়াও পতিতাবৃত্তির পাশাপাশি এসব হোটেলে সারারাত ধরে চলে জুয়ার আসর। স্থানীয় সূত্র জানায়, এসব হোটেলের ম্যানেজারের কাছে রয়েছে একটি বিশেষ কলিং বেল। পুলিশের উপস্থিতি টের পেলেই ম্যানেজার সেই বেল টিপে জুয়াড়িদের সতর্ক করে দেন এবং জুয়াড়ি ও খদ্দেররা সটকে পড়েন।

 

খোঁজ নিয়ে জানা যায়,দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি এলাকার, চাঁদনি ঘাটে হোটেল আল তাকদীর, কদমতলীর হোটেল তিতাস,হোটেল প্রবাস,হোটেল মার্টিন,হোটেল কয়েছ, হোটেল আল আকিব, হোটেল রুচি,হোটেল যাত্রী সেবা,হোটেল আকাশ, হোটেল ডায়মন্ড, পুরাতন রেল স্টেশন রোডের নিউ বিরতি,হোটেল পদ্মা, ঢাকা প্যালেস, হোটেল সেন্টমার্টিন আবাসিক, হোটেল মেঘনায় চলছে এসব অবৈধ কার্যকলাপ।

 

এছাড়াও দক্ষিণ সুরমার ২৬ নং ওয়ার্ডের কুমিল্লাপট্টি , কদমতলী , বালুরমাট, পুরাতন রেলস্টেশন কলোনীসহ আরোও বিভিন্ন কলোনি এবং বাসায় অবাধে চলছে অসামাজিক কার্যকলাপ। মেতরপট্টিতে মাদক ব্যবসায়ী মজনু-রহিমার নেতৃত্বে চলে অসামাজিক কাজ। জিঞ্জিশাহ্ মাজার সংলগ্ন বাশপালা মার্কেটের পিছনে জুয়ারী আবুল কাশেমের সুরমা মহলে জুয়া-মাদক ব্যবসার পাশাপাশি চলে অসামাজিক কাজ। যেখান থেকে গত ২৬জুন চোরাই মোটর সাইকেল উদ্ধার করে দক্ষিন সুরমা থানা পুলিশ। বালুরমাটে জুয়ারী বাচনের নেতৃত্বে জুয়ার পাশাপাশি মাদক সেবন,বিক্রি ও কলোনীতে চলে অসামাজিক কার্যকলাপ।

 

কোকনের মাছের দোকানের উপরে বাবনা হোটেলের উপরে শিপন ও আছকরের নেতৃত্বে প্রতিদিন রাত ১১ টার পর থেকে ফজর পর্যন্ত জুয়া চলে।

দক্ষিন সুরমার সচেতন মহল এসব অপরাধীদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্তা নিতে ২০১৮ইং সালের ৯ জানুয়ারী সিলেটের তৎকালীন জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি দিলেও আজ পর্যন্ত এসব অবৈধ কর্মকান্ড বন্ধে উদ্যোগ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।