স্টাফ রিপোর্টার: বরিশালের হিজলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের মোঃ ইসমাইল হোসেন রাড়ীর ছেলে মোঃ লিটন রাড়ী(৫০) ঘর সম্পত্তি, ১২,০০,০০০/-( বার লক্ষ) টাকায় বিক্রি করে একই গ্রামের মোহাম্মদ বেপারীর ছেলে মোঃ লুৎফর রহমান কুট্রি(৫৫) কাছে।
মোঃ লিটন রাড়ী পারিবারিক ঝামেলার কারণে ঘর সম্পত্তি বুঝিয়ে না দেওয়া লুৎফর রহমান কুট্রি বেপারীর বার লক্ষ্য পাওনা টাকার জন্য। লিটন রাড়ী সোনালী ব্যাংক লিমিটেড হিজলা শাখার বরিশাল। ৭,০০,০০০ ( সাত লক্ষ) টাকার একটি চেক প্রদান করে চেক নং CE-50 4968009 হিসাব নং০৩১৬২০০০১০৫২৩ তারিখ, ০১/১২/২৩ ইং এবং একই তারিখে,৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকার একটি চেক প্রদান করে , চেক নং CE-504968003, হিসাব নং ০৩১৬২০০০১০৫২৩
লুৎফর রহমান কুট্রি ইংরেজী 29/02/2024 তারিখে অফিস চলাকালীন সময়ে সোনালী ব্যাংকে চেক জমা দিলে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ দুইটি চেক ডিজঅনার করে।
প্রতারক লিটন বাড়ীর নামে মামলা করে, মামলা নম্বর-১৫১৮/২০২৪
সূত্র: সি আর মামলা নং ৯২/২৪ (হিজলা)
আদালত প্রতারক লিটন রাড়ী কে ১৩৮ ধারায় বর্ণিত অপরাধে দোষী সাব্যস্ত করে ০৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।