(ভাঙ্গা) ফরিদপুর প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে ৫ জন নিহতের ঘটনায় মোড়ল এক্সপ্রেস পরিবহনের চালক কে আটক করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।
আটককৃত হলেন, ঝালুকাঠি জেলার নলছিটি উপজেলার ডুবলি গ্রামের মৃত নুর মোহাম্মাদ মিয়ার পুত্র রবিউল মিয়া (২৫)।
রবিবার (২২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রোকিবুজ্জামান।
পুলিশ সূত্রে জানাযায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফরিদপুর ঢাকা বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড নামক স্থান এলাকায় মোড়ল পরিবহন বাস ও মাহিন্দ্রার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হন। পরবর্তীতে হাইওয়ের পুলিশ ঐ মোড়ল পরিবহন বাস কে শনাক্ত করতে সক্ষম হয়। এর পর থেকে বাস চালক গা ঢাকা দেয়। পরবর্তীতে ভাঙ্গা হাইওয়ে পুলিশ নিজস্ব সোর্স এর মাধ্যমে মোড়ল পরিবহনের ঐ বাস চালক মো. রবিউল মিয়া (২৫) কে শনাক্ত করতে সক্ষম হয়। এবং তার নানা বাড়ি ঝালুকাঠি জেলার নলছিটি থেকে গতকাল রাত অনুমান ১১ টার সময় অভিযান চালিয়ে আটক করে পুলিশ।
উল্লেখ্য এই মর্মান্তিকসড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ মোট ৫ নিহত হন।
এই বিষয়ের ভাঙ্গা হাইওয়ের থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মাদ রোকিবুজ্জামান বলেন, গত ৪ জনু ঢাকা বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক স্থানে মোড়ল এক্সপ্রেস এর সাথে মাহিন্দ্রার সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে ১ জন নিহত হন। এই ঘটনায় ১ জন অভিযুক্ত আসামী রবিউল ইসলাম কে সোর্স, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঝালুককঠির নলছিটি তার নানা বাড়ি থেকে তাকে আটক করতে সক্ষম হই। আজ ফরিদপুরের বিজ্ঞ আদালতের সোপর্দ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh