আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে।
জকিগঞ্জের আর্থ সামাজিক উন্নয়নে বাস্তব পদক্ষেপ গ্রহণের তাগিদে আর্থ মানবতার সেবায় নিয়োজিত চ্যারিটি সংগঠন সেইভ জকিগঞ্জের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠিত এক জরুরী সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সেইভ জকিগঞ্জের আহ্বায়ক অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মুখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরীকে সভাপতি, মাওলানা মুখলিছুর রহমানকে সহ সভাপতি, হাবীবুল্লাহ মিছবাহকে সাধারণ সম্পাদক,জামাল আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মাস্টার দিলাল আহমদকে অর্থ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
জকিগঞ্জ পৌরসভার কো-অর্ডিনেটর: তারেক আহমদ,১নং বারহাল ইউপি কো-অর্ডিনেটর: সাইফুর রহমান,
২নং বিরশ্রী ইউপি কো-অর্ডিনেটর: শামীম উসমান,৩নং কাজলসার ইউপি কো-অর্ডিনেটর: আহমদ আল মনজুর, ৪নং খলাছড়া ইউপি কো-অর্ডিনেটর: আবু আল খায়রাত, ৫নং জকিগঞ্জ ইউপি কো-অর্ডিনেটর: সুহাইল আহমদ,৬নং সুলতানপুর ইউপি কো-অর্ডিনেটর: ফজলে রাব্বি জাকারিয়া, ৭নং বারঠাকুরী ইউপি কো-অর্ডিনেটর: জাহেদ আহমদ, ৮নং কসকনকপুর ইউপি কো-অর্ডিনেটর: আবদুল মুকিত, ৯নং মানিকপুর ইউপি কো-অর্ডিনেটর: আহমদ হুসাইন আইমান।সভায় জকিগঞ্জের ১০০ টি ওয়ার্ডে যথাশীঘ্র সম্ভব স্বেচ্ছাসেবি নিয়োগ দিয়ে আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য বিগত করোনাকালীন সময়ে ২৯ মার্চ২০২০ সালে যাত্রা শুরু করে সেইভ জকিগঞ্জ নামে সামাজিক এই চ্যারিটি সংগঠন। গঠনের পর থেকেই দুর্যোগ কালীন সময়ে মানুষের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে এই সংগঠন।