মোঃ ওয়াহেদুল করিম(পঞ্চগড়)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা শাখার উদ্যোগে গত ৩ মার্চ রবিবার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর চন্দনপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট ৩ টি পরিবারের মাঝে কম্বল ও রান্না সামগ্রী প্রদান করার উপজেলা সহ-সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য মাওলানা ডাঃ মোঃ জাহিদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ময়দানদিঘী ইউনিয়নের সেক্রেটারি মাওলানা বদিউজ্জামান কর্মপরিষদ সদস্য মাওলানা ফজলুল করিমসহ নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক রাত ২ টা ৫০ মিনিটে খড়ের পালা হতে আগুনটি লাগে।মুহূর্তের মধ্যে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।এরপর স্থানীয় এলাকাবাসী ও দমকলর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,উক্ত পরিবার তিনটির আনুমানিক ২ লক্ষ ৯০ হাজার টাকার মালামাল পুড়ে নষ্ট হয়।
উক্ত পরিবারের সদস্যের নাম নুরুল ইসলাম(৭০), ইউনুস আলী(৩২)ও মোহাম্মদ নুরুজ্জামান(৩৫)।
পরিবারের সদস্য নুরুল ইসলাম জানান,এই দুর্ঘটনায় আমার অনেক ক্ষতি হয়ে গেল।