তাইরান আবাবিল এসো – কন্ঠে তুলি হুঙ্কার কলমে হোক সৃষ্টি শব্দের ঝঙ্কার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আজ দরকার… তাই শব্দেই চলুক প্রতিবাদ অমানুষগুলো হোক তাতেই বরবাদ তাঁদের প্রতি না থাকুক কারো কোনো আশীর্বাদ… শব্দেই দাও ধিক্কার মানুষ নামের অমানুষগুলোর প্রয়োজন আছে চরম শিক্ষার শব্দের দ্বারাই চলুক তাদেরকে শিকার… বন্ধ কর তোদের অবিচার কেমন তোদের শিষ্টাচার এবার নৈঃশব্দ্যের শব্দেই হবে তোদের বিচার… অনেক করেছিস বাহাদুরি রাখ তোদের ছলচাতুরী অবশেষে শব্দেই হবে তোদের জীবন জান চুরি…