1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
অপরাধ সিন্ডিকেটের খপ্পরে ওসমানী হাসপাতাল,অসহায় সেবাপ্রার্থীরা ধারাবাহিক প্রতিবেদনের ১ম পর্ব - Bikal barta
৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| বিকাল ৫:৪৭|
সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের রায় প্রকাশ বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা স্যার’ না বলায় ক্ষেপে গেলেন সুনামগঞ্জের এসপি সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন  পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে আপন ছোট ভাইদের সাথে মিথ্যা পাঁইতারা করছে আপন বড় ভাইয়েরা ভাঙ্গায় এক শিশুর পানিতে ডুবে মৃত্যু  খুলনা জেলা যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণায় কয়রায় আনন্দ মিছিল ও আলোচনা সভা।  শেরপুরে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ নেত্রকোণায় ৯ জুয়ারিকে আটক করেছে ডিবি পুলিশ নেত্রকোণা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যলোচনা সভা।

অপরাধ সিন্ডিকেটের খপ্পরে ওসমানী হাসপাতাল,অসহায় সেবাপ্রার্থীরা ধারাবাহিক প্রতিবেদনের ১ম পর্ব

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় শনিবার, মার্চ ৩০, ২০২৪,
  • 248 জন দেখেছেন

 

সিলেট ব্যুরো ::
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল অপরাধ সিন্ডিকেটের খপ্পরে, ভুক্তভোগী অসহায় গ্রাম থেকে আসা সহজ সরল সেবাপ্রার্থীরা। এই হাসপাতালে গড়ে উঠেছে চোর দালাল চক্রের বিশাল সিন্ডিকেট।

একটি স্মার্ট মোবাইল ফোন হারানো ও উদ্ধারের ঘটনা নিয়ে খোঁজ করতে গিয়ে বেরিয়ে এসেছে চোর ও দালাল সিন্ডিকেট চক্রের ৭৫ সদস্যের বিশাল তালিকা। ঐ চক্রে পুরষের পাশাপাশি রয়েছে কিছু নারী সদস্য।

এই অপরাধী চক্রের শীর্ষ সদস্যরা এতটাই প্রভাবশালী যে তাদের আটক করতে পুলিশ ভয় পায়। বিশেষ করে শহিদ,পপি ও মালা এই তিনজনের কাউকে যদি কোন পুলিশ সদস্য আটক করে তাহলে ঐ সদস্যকে সিলেট থেকে বদলী হতে হয়। তাই নিজেদেরকে সুরক্ষা রাখতে কোন পুলিশ সেই ঝুকি নিতে চায়না। অতীতে এমন ঘটনার নজীর রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপ-পরিদর্শক এই প্রতিবেদককে জানিয়েছেন।

স্থানীয় ও ভূক্তভোগীদের অভিযোগ প্রতিদিন বিভিন্ন সময়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বক্সের পুলিশকে ম্যানেজ করে ১ঘন্টার জন্য চোর চক্রের সদস্যরা হাসপাতালের ভিতর প্রবেশ করে সেবাপ্রার্থীদের মোবাইল, টাকা পয়সা, গহনাসহ মূল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। ফলে রোগীর সঙ্গে আসা আত্নীয় স্বজন সব কিছু হারিয়ে চরম বিপাকে পড়েন। তখন তারা রোগীর জরুরী ঔষধ, খাবারসহ আনুষাঙ্গিক কিছুই কিনতে পারেননা। তখন বাধ্য হয়ে অনেকে পুনরায় বাড়ী থেকে বা আত্নীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে টাকা পয়সা সংগ্রহ করে হাসপাতাল থেকে বের হয়ে বাড়ীতে ফিরেন।

এই সমস্যায় বেশি ভুক্তভোগী হয়েছেন গ্রামের সহজ সরল নিন্মবিত্ত, মধ্যেবিত্ত এবং শহরের নিন্ম আয়ের বিভিন্ন শ্রেণি পেশার কলোনির বাসিন্দারা।

এমন ঘটনা নিয়মিত ঘটলেও প্রতিরোধে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ বা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বক্সের নেই কোন কার্যকর উদ্যেগ। সরেজমিন গিয়ে স্থানীয়দের কাছ থেকে এবং ভোক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ওসমানী হাসপাতালকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল অপরাধ সিন্ডিকেট। এই সিন্ডিকেটের নিয়ন্ত্রনে চলে ওসমানী হাসপাতালের সকল অপরাধ। চুরি, ছিনতাই, সরকারী ঔষধ বিক্রি, দালালদের মাধ্যমে বিভিন্ন ফার্মেসি থেকে তিনগুন দামে ঔষধ ক্রয়- বিক্রয়, হাসপাতালে আসা লোকদের টাকার বিনিময়ে রোগীর সাথে সাক্ষাৎ করতে দেওয়া সবই চলে ঐ চক্রের ইশারায়। গুরতর অভিযোগ রয়েছে ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের বিরুদ্ধে। স্থানীয়রা বলেন পুলিশকে টাকা দিলে চোর চক্রের একজন সদস্যকে একঘন্টার জন্য হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হয়। সে এই এক ঘন্টায় যা পায় যেমন টাকা,মোবাইল,গহনা, মূল্যবান জিনিসপত্র সবই নিরাপদে নিয়ে যায়, ফলে রোগীর সাথে আসা আত্নীয় স্বজন সবকিছু হারিয়ে বেকায়দায় পড়েন। চোর চক্রের হাত এতোই লম্বা যে, অভিযোগ দিলেও ফেরত পাওয়া যায়না।

তেমনি একটি ঘটনা গত ২০ মার্চ ঘটে ওসমানী হাসপাতালে। দক্ষিণ সুরমার পিরিজপুর এলাকার জুয়েল নামের এক ব্যাক্তির স্মার্ট ফোন চুরি হয়। খোঁজাখুজি করে না পেয়ে ঐদিন বিকালে তিনি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়রী(জিডি) দায়ের করেন। সেই জিডি সুত্রে অনুসন্ধান করতে গিয়ে পাওয়া যায় বিশাল এক সিন্ডিকেটের।

এরপর সেখানে গিয়ে ডিএসবির এক সদস্যের সাথে পরিচয় হয়, তাকে বিষয়টি জানালে এবং অপরাধীদের কিছু ছবি দেখালে তিনি প্রতিবেদকের হাতে থাকা অপরাধীদের তথ্যনিতে দুইদিনের মধ্যে মোবাইলটি তাদের সোর্স সোহাগের মাধ্যমে উদ্ধার করেন। কিন্ত ২৩মার্চ মোবাইল উদ্ধার করে মালিককে নাদিয়ে শুধু বলেন আগে অপরাধীদের তথ্যদেন তারপর মোবাইল দিবো। এরপর প্রতিবেদক রাগ করলে জুয়েলের কাছে মোবাইল দিয়ে অনুরোধ করেন অপরাধীদের তথ্যগুলো তাকে দেওয়ার জন্য।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক জাফর এই প্রতিবেদককে বলেন, আমি কিছুদিন হয়েছে এখানে জয়েন্ট করেছি, আমাকে আপনারা তথ্যদিয়ে সহযোগিতা করুন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো?চলবে

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!