বিকাল বার্তা প্রতিবেদক >> দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে কোয়ারী ইজারা বন্ধ থাকার সিদ্ধান্ত বাতিল করলো খনিজসম্পদ মন্ত্রনাময়।
স্বারক নং -২৮.০০.০০০০.০২৮.৩১.০০৪.১৮.১২ নং স্বারকে গেজেটভূক্ত কোয়ারি সমূহে ইজারা সংক্রান্ত বিষয়ে সুত্র ২৮.০০.০০০০.০২৮.৩৫.০৩১.১৪(অংশ-১)-১৯ তারিখ ১৮-০২-২০২০। জিএসবির স্বারক নম্বর ২৮.০৫.০০০০.৩০০.১৮.০০১.২৪.২: তারিখ ০১-০১-২০২৫
১৩ জানুয়ারী খনিজসম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সারা দেশের গেজেটভূক্ত কোয়ারীসমূহের ইজারা কাযক্রম সংক্রান্ত বিষয়ে এ বিভাগের ১৮ ফেব্রুয়ারী ২০২০ তারিখের ২৮.০০.০০০০.০২৮.৩৫.০৩১.১৪(অংশ-১)-১৯ নম্বর স্বারকে “সারা দেশের গেজেটভূক্ত পাথর কোয়ারি, সিলিকাবালু কোয়ারি, নূরী পাথর, সাদা মাটি উত্তোলন অন্যান্য সকল কোয়ারির ইজারা আপাদত: বন্ধ থাকবে” মর্মে গৃহীত সিদ্ধান্তটি, নিদেশক্রমে বাতিল করা হলো।
এ বিষয়ে সকল সংযুক্তি সমূহ : সংযুক্তি -১ ও সংযুক্তি -২
বিতরণ (জ্যোষ্টতা ক্রমানুসাড়ে নয়): ১) বিভাগীয় কমিশনার সকল বিভাগ, (২) জেলা প্রশাসক : সিলেট /সুনামগঞ্জ/হবিগঞ্জ /মৌলভীবাজার / ময়মনসিংহ / জামালপুর/শেরপুর/ নীলফামারী/ পঞ্চগড় / নেত্রকোনা
স্বারক নং -২৮.০০.০০০০.০২৮.৩১.০০৪.১৮.১২/১(৫)
সদয় জ্ঞাতার্থে অনুলিপি :জ্যোষ্টতা ক্রমানুসাড়ে নয়) প্রেরণ করা হয়েছে :-
(১) মন্ত্রী পরিষদ সচিব, মন্ত্রী পরিষদ বিভাগ (মহোদয়ের সদয় অবগতির জন্য)।
(২) মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) মহাপরিচালক এর দপ্তর, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো( বিএমডি)।
(৩)অতিরিক্ত সচিব, অপারেশন অনুবিভাগ, জালানি ও খনিজ সম্পদ বিভাগ।
(৪) যুগ্মসচিব, অপারেশন-২ অধিশাখা,জালানি ও খনিজ সম্পদ বিভাগ।
(৫) সচিবের একান্ত সচিব, সচিবের দপ্তর,জালানি ও খনিজ সম্পদ বিভাগ।
এব্যাপারে খনিজসম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফা’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন কোয়ারি ইজারা বন্ধ ছিলো,সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে মর্মে সত্যতা স্বীকার করেন।
এব্যাপারে সিলেটের জেলা প্রশাসক শেরই মাহবুব মুরাদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করে কোয়ারি খোলার বিষয়ে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন এব্যপারে আমি কিছুই জানিনা, কোন আদেশ আমার হাতে আসেনি, যদি আসে তাহলে পরে জানাবো।