মহসিন আলম মুহিন
তোমার অবিশ্বাস মোর চিরচেনা
জগৎ করেছে এলোমেলো,
তোমার অবজ্ঞায় মন আনমনা
সাথে ভালোই ‘অগোছালো।।
ইচ্ছাধারী চোখে আকাঙ্ক্ষা ধরা
কাজ অকাজের আসর,
অপ্রত্যয় আর অনাস্থায় মরা-
স্বপ্ন সুখের বাসর।।
নীলাঞ্জনা নীল রঙ কাড়ে-
গগনে মেঘের খেলা,
আস্থাহীনতায় সত্য ঝরে পড়ে-
ডোবে সাধের ভেলা।।
তোমার অবিশ্বাস শেষ করেছে
যত ছিলো ভালোবাসা,
আলোর মিছিলে কালো নেমেছে
আশা জুড়ে হতাশা।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯