এস এম রনি সাতক্ষীরা প্রতিনিধি: অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ ০২’৩০ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর একটি বিশেষ অভিযানিক দল ০৩ জন বাংলাদেশী নাগরিক আটক করেছে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৬ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধীনস্থ হিজলদী বিওপি‘র হাবিলদার তিমথি চাকমা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে অদ্য ০২’৩০ ঘটিকায় বর্ণিত স্থান হতে ০১ জন মহিলা ও ০২ জন শিশু (১) মোছাঃ মনিকা খাতুন (২১), পিতা-মোঃ মনির, গ্রাম-শিকদারপাড়া, পোষ্ট-নারিংকুলা, থানা-নওখোলা, জেলা, শেরপুর (২) মোছাঃ রিতু আক্তার সুমাইয়া (১৫), পিতা-মনির, গ্রাম-শিকদারপাড়া, পোষ্ট-নারিংকুলা, থানা- নওখোলা, জেলা-শেরপুর (৩) মোছাঃ মরিয়ম আক্তার জুলি (১৫), পিতা-মোহন মিয়া, গ্রাম-মহিষপুর, পোষ্ট-ভিটগর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’কে আটক করা হয়। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।