আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি।
২২ জানুয়ারী ২০২৪ ইং রোজ সমবার কুতবুলর ইরশাদ ও কুতবুল আকতার শাহ সুফি রহ: স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মাদিয়া লামাগ্রাম জকিগঞ্জ -সিলেট এর ৪৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন।
উক্ত সম্মেলন সকাল ১০ ঘটিকা হইতে পরদিন ফরজ পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে। দেশ-বিদেশ থেকে আগত রায়পুরী রহ: ভক্তবৃন্দ শুভাকাঙ্ক্ষী ইসলামপ্রিয় তৌহিদী জনতার পদচারনায় মুখরিত হয় উক্ত প্রাঙ্গণ।
ঐতিহাসিক এই মহা সম্মেলনে সভাপতিত্ব করেন জামেয়ার মহাপরিচালক হাফেজ মাওলানা আব্দুল গফফার সাহেব সাহেবজাদায়ে রায়পুরী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বের আলোচিত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ ভারতের শায়খুল হাদীস মুফতি আব্দুল্লাহ মারুফী সাহেব। তিনি তার বক্তব্যে বলেন , যার মধ্যে আল্লাহর ভয় থাকে সে কোন গুনাহে লিপ্ত হতে পারবেনা।
তিনি আরো বলেন,কেয়ামতের বিভীষিকাময় দিনে বাবা ছেলেকে চিনবেনা, স্ত্রী -স্বামীকে চিনবেনা,সূর্যের আলোয় মাথার মগজ গলে যাবে!সেই দিন সাত প্রকার মানুষ নিরাপদ থাকবে,
তারা হলেন :-১। ন্যায়পরায়ন বাদশা,২। ইবাদতগার যুবক,৩।যার মন মসজিদে লেগে থাকে,৪।একমাত্র আল্লাহর জন্য কাউকে ভালবাসা,৫। অভিজাত বংশের কোন নারী কোন পুরুষকে তার দিকে কুপ্রস্তাব পেশ করলো আর সে তার প্রস্তাব এই বলে প্রত্যাখান করলো যে আমি আল্লাহকে ভয় করি,৬। কোন ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো যে তার বাম হাত টেরই পেলনা,৭।যে ব্যক্তি একাকী ভাবে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে মাফ চায় যে হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এম পি। তিনি তার বক্তব্যে বলেন, আমার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, আমার আসনে কওমি ও সরকারি মাদ্রাসার মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা,প্রতিটি ইউনিয়নে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া, মাদ্রাসা ও স্কুলে শিক্ষার মান বৃদ্ধি করা।
প্রতি বছরের ন্যায় এই বছরও দেশ-বিদেশ থেকে আগমন করেন প্রায় অর্ধলক্ষ তাওহীদি জনতা। বিশেষ করে আমাদের পার্শবর্তী দেশ ভারত থেকে উল্লেখযোগ্য মুসল্লিরা আসেন, কেননা কুতবুল ইরশাদ শাহ সুফি রহ: জন্ম ভারতের রায়পুরে। তাই দেশ ভাগ হলেও সম্পর্ক -আত্মীয়তা -মুরিদান ও ঈমানী সম্পর্ক এখনো অটুট রয়েছে।
দিন-রাত দোয়া -জিকির- কান্নাকাটি ও এবাদতের মাধ্যমে মুসল্লিরা সময় পার করেন।সব মিলিয়ে বলা যায় সফল একটি ইসলামী মহাসম্মেলনের পরিসমাপ্তি হলো।