মো. রাসেল শেখ, (নড়াইল জেলা) প্রতিনিধি:
গনসংযোগ করতে গিয়ে ভয়বহ অগ্নিকান্ডের হাত থেকে প্রানে রক্ষা পেয়েছেন আসন্ন নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সালামাবাবদ ইউপির সাবেক চেয়ারম্যান এস এম নাজমুল হক প্রিন্স। প্রাইভেট কারের সাইলেন্সার পাইপ থেকে সৃষ্ট আগুনে তার গাড়িটি ভষ্মিভূত হলেও তিনি সহ ৫ জন সহকর্মী অক্ষত রক্ষা পেয়েছেন। শনিবার বিকালে উপজেলার দেবদুন-পাটন সড়কে ঘটেছে এই অগ্নি কান্ডের ঘটনা।
নাজমুল হক প্রিন্স জানান, শনিবার বিকাল ৪ টার দিকে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে গনসংযোগে বের হয়ে থেকে দেবদুন যাওয়ার পথে ওই সড়কের রামপুরা নামকস্থানে পৌছাড়ে সড়কে ছড়িয়ে রাখা গৃহস্তের শুকনা খেষাড়ি কলাই উত্তপ্ত সাইলেন্সার পাইপে জড়িয়ে পড়লে আগুন ধরে যায়। আগুন দাউ দাউ করে জ¦লে উঠলে পিছনে মটর সাইকেলে থাকা তার কর্মীসমর্থকরা সেটি দেকতে পেয়ে গাড়ি থামিয়ে গাড়িতে থাকা প্রিসসহ তার ৫ সমর্থকে অক্ষত উদ্ধার করেছে এবং গাড়িটি নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়।