মোঃ শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টার:
সাম্প্রতিক বগুড়া সদর থানা এলাকায় সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে সম্মানিত বগুড়াবাসীর অনেকেই উদ্বেগ প্রকাশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে মর্মে শঙ্কা ব্যক্ত করেছেন। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা পুলিশ বগুড়ার আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেছে।
সম্মানিত বগুড়াবাসীর সদয় অবগতির জন্য সবিনয়ে জানাতে চাই যে, জেলা পুলিশ বগুড়া অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে নিবেদিত, সুসংগঠিত, কর্মদক্ষ, দায়বদ্ধ, সুসংহত।
সাম্প্রতিক সময়ে জেলা পুলিশ বগুড়ার গর্বিত সদস্যগণ পুলিশ সুপার বগুড়ার নেতৃত্বে সম্মানিত বগুড়াবাসীর প্রতি একান্ত নিবেদন ও দায়বদ্ধতার অনন্য নজীর স্থাপন করেছেন। এ সময়ে জেলা পুলিশ বগুড়ার ধারাবাহিক অভিযানে অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে – যা নজিরবিহীন।
জেলা পুলিশ কর্ণধারের প্রস্থানকালীন সময়ে তাদের গৌরবময় দায়িত্ব পালন – নেতৃত্বের প্রতি আস্থার অনন্য উদাহরণ।
জেলা পুলিশ বগুড়ার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাম্প্রতিক অর্জন সমূহ –
# ২৫ জুন ২০২৪ খ্রি.
বগুড়া সদর থানার অভিযানে আইএফআইসি ব্যাংক-এর উপশাখার সিন্দুক ভেঙ্গে ২৯ লক্ষ টাকা চুরিতে সরাসরি জড়িত ৪ জন গ্রেফতার, প্রায় ১১ লক্ষ টাকা ও ১টি মোটর সাইকেল উদ্ধার।
# ২৬ জুন ২০২৪ খ্রি. –
বগুড়া সদর থানা ও সদর ফাঁড়ি কর্তৃক বগুড়া জেলা কারাগার হতে পলাতক মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত ০৪ জন কয়েদি দ্রুততম সময়ের মধ্যে আটক।
# ২৬ জুন ২০২৪ খ্রি. –
ডিবি বগুড়া‘র অভিযানে ৮৬ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
# ২৯ জুন ২০২৪ খ্রি.
ডিবি বগুড়া‘র অভিযানে বিপুল পরিমাণ আত্মসাৎকৃত সরকারি রেশনের চাল উদ্ধার ও আত্মসাৎকারী চক্রের ০৫ সদস্য গ্রেফতার।
# ০১ জুলাই ২০২৪ খ্রি.
ডিবি বগুড়ার অভিযানে লিবিয়ায় অবস্থানরত ০২ প্রবাসীকে অপহরণপূর্বক বাংলাদেশে মুক্তিপণ আদায়কালে অপহরণচক্রের ০২ সদস্য আটকসহ ভিকটিমদ্বয়কে উদ্ধার।
# ০১ জুলাই ২০২৪ খ্রি.
ধুনট থানার অভিযানে ০১ জন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার।
এসকল অভিযানে সরাসরি অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তারা জাতির সকল ক্রান্তিলগ্নে অনন্য দায়িত্ব পালনকারী বাংলাদেশ পুলিশের অমিত প্রতিজ্ঞাকে বহমান ও ধারাবাহিক রেখেছে।
নিরাপদ বগুড়া বিনির্মাণে জেলা পুলিশ বগুড়া অঙ্গীকারবদ্ধ।