নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, ৩১ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশিক নুর, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নুরুল আমিন, আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শাহ্ শিবলী সাদিক প্রমুখ। সভায় কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।