স্টাফ রিপোর্টার,সাইফুজ্জামান সুমন।
আজ ২৪ ডিসেম্বর, রোজ (মঙ্গবার)সময় দুপুর ৩ টায় এ মতবিনিময় সভা বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এ মতবিনিময় সভায় আগামী ২৬ডিসেম্বর আমীরে জামায়াতের শুভাগমন ও কর্মী সম্মেলন বাস্তবায়ন করার লক্ষ্যে কয়রা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মিজানুর রহমান, আমীর কয়রা উপজেলা শাখা ও পরিচালনা করেন শেখ সাইফুল্লাহ উপজেলা সেক্রেটারী জামায়াতে ইসলামী। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্র কর্ম
পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডভোকেট মোস্তাফিজুর রহমান সহকারী সেক্রেটারী খুলনা জেলা,অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস সহকারী সেক্রেটারী খুলনা জেলা,প্রিন্সিপাল গাউসুল আজম হাদী সহকারী সেক্রেটারী খুলনা জেলা,মোঃওয়ালিউল্লাহ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়।এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন সাংবাদিক ও সুধীবৃন্দ।এ মতবিনিময় প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচারী সরকারের। এই গণঅভ্যুত্থানে ৪০হাজার ছাত্র জনতা আহত হয়েছে এবং এখনো কিছু সংখ্যক হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।বাংলাদেশের ১৮ কোটি মানুষের পাশে বাংলাদেশ জামায়েত ইসলামী সব সময় পাশে ছিল এবং সব সময় পাশে থাকবে। তিনি আরো বলেন কেউ কখনো বলতে পারবে নাহ বাংলাদেশ জামায়েত ইসলামী কখনো কারো জমি জায়গা দখল করেছে। তিনি গণমাধ্যম ও সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন গণমাধ্যম ও সংবাদকর্মী হচ্ছে একটি দেশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ।তারা দেশের সকল সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে একটি দেশকে বিশ্বের দরবারে শক্তিশালী রাষ্ট্র হিসেবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এ মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।