আজ বাঙ্গালীর ঘরে ঘরে
বইছে মহোৎসব।
বছর ঘুরে এলো সবার
বৈশাখী শুভ নববর্ষ।
রমনার বটমূলে ছায়ায় ঘেরা
আনন্দে সবাই মাতোয়ারা।
ছোট বড় নেই ভেদাভেদ
ঘুরবে সারা বেলা।
এলোরে এলো শুভ নববর্ষ
বৈশাখী মেলা।।
কেউ যায় দেখতে ঘুরে
কেউ আবার ঢেকি চড়ে।
কেউ ডুবে বায়োস্কোপে
কেউ সাজে নানান রুপে।
কেউ খায় পান্তা ইলিশ
কেউ কিনে শুকনো জিনিস।
কেউ মাঠে কেউ ছাদে
করছে ঘুড়ির খেলা।
এলোরে এলো শুভ নববর্ষ
বৈশাখী মেলা।।
বহু লোকের বিচরণ
রমনার বটমূলে।
দলে দলে সবাই আসে
সব যাতনা ভুলে।
বৈশাখী শাড়ী পড়ে
গাঁদা ফুল মাথায় ধরে
আনন্দে ঘুরে বেড়ায়
সকাল সন্ধা বেলা।
এলোরে এলো শুভ নববর্ষ
বৈশাখী মেলা।
লেখক: বীর মুক্তিযোদ্ধা কে এম হাফিজুর রহমান। মহাসচিব হিউম্যান রাইটস সোসাইটি। ঢাকা।