নিজস্ব প্রতিবেদক:
কবি শাহজালাল সুজন যিনি সুজন নামেই বেশ পরিচিত। তিনি একজন সৃজনশীল চিন্তা ধারার বাস্তববাদী লেখক,কবি গবেষক ও ছড়াকার।
এছাড়াও তিনি আধ্যাত্বিক সুফিবাদের উপর গবেষণা,গান রচনা এবং কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন করে সুনাম অর্জন করেছেন। আজকালের আলো সাহিত্য সম্মাননা ২০২৪
ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার থেকে
”’বেস্ট পোয়েট রাইটার পিস ওয়ার্কার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ২০২৩”’
মৃধা প্রকাশনী সাহিত্য ম্যাগাজিন থেকে সেরা কবি ও লেখক সম্মাননা,
সাহিত্যে বিশেষ অবদানের জন্য অসংখ্য সাহিত্য সম্মাননা এবং সেরা সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন।
এছাড়াও সাহিত্যাঙ্গনে কবিতা সাহিত্য গ্রুপ থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেরা কবিতা সম্মাননা
সহ দেশ বিদেশে অসংখ্য পত্রিকায় লেখালেখির পাশাপাশি তিনি আধ্যাত্বিক কবি হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।