মো:জসিম হোসেন ,ক্রাইম রিপোর্টার. কালীগঞ্জ ঝিনাইদহ।
ঝিনাইদহ কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকালে কালিগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন সংস্থাটির নিজস্ব কার্যালয়ে নবগঠিত কমিটির ঘোষণা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি মোঃ হামিদুজ্জামান জলিল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির যুগ্ম আহবায়ক এস এম আখতারুজ্জামান, নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আজাদ হোসেন,জাতীয় দৈনিক বিকাল বার্তার সাংবাদিক জসিম হোসেন, দৈনিক গড়ব বাংলাদেশ এবং চিত্রা টিভির সাংবাদিক তাসনিম মুহসিন, দৈনিক বাংলার দূত এর রাকিবুল ইসলাম চ্যানেল ২৬ ইলিয়াস হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত সংস্থার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন।
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।প্রথমে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরবর্তীতে প্রধান অতিথি ঝিনাইদহ জেলার নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার দেশব্যাপী কার্যক্রমের উপর আলোচনা করেন। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।