মোঃ শরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধ
সিরাজগঞ্জ :
আজ( ৮ মে) বুধবার সিরাজগঞ্জ সদর উপজেলায় অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন পাঁচ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন এস,এম আহসান হাবীব (ঘোড়া প্রতীক),এস,এম নাসিম রেজা নুর (মোটর সাইকেল )প্রতীক, মো:নুরুল ইসলাম সজল ( কাপ প্রিচ) প্রতীক মো: রিয়াজ উদ্দিন (আনারস) প্রতীক, এবং রাশেদ ইউসুফ জুয়েল(দোয়াত কলম)প্রতীক। এবারের নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো:রিয়াজ উদ্দিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ ইউসুফ জুয়েল কে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে এবারও বিজয়ের মালা গলায় পড়েছেন।