একটু পানি খেতে দেন বলতে বলতে মারা গেলেন বৃদ্ধ, কক্সবাজারের টেকনাফ উনছিপ্রাং বাজারে পাওনাকৃত টাকা চাওয়াকে কেন্দ্র করে চড়থাপ্পড় ও ঘুষির ১২ ঘন্টা পর অবশেষে মারা গেলেন মোক্তার আহমদ (৫৬) নামের এক সবজি বিক্রেতা। রবিবার (১৭মার্চ) ভোর ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেওয়ার পথে বৃদ্ধের
মৃত্যু হয় বলে স্থানীয় সুত্রে জানা যায়।