মহসিন আলম মুহিন
এই যাবি নাকি তোরা আমার সাথে বই মেলায়,
আয়, বয়ে নিয়ে যাবো বসবো সবে গাছ তলায়।।
জানিস তোরা, কে কে সেথায় মৃদু পায়ে আসে,
মোদের কর্ম দেখে তারা সবাই মিটমিটিয়ে হাসে।।
আমরাতো অনেক জ্ঞানী, হিংসা-বিদ্বেষ বোঝাই মনে!
কিন্তু তারা একি সাথে আসে-হেটে, শুয়ে, বসে, ভ্যানে।।
কবি রবীন্দ্রনাথ, কবি নজরুল, জীবনানন্দ দাস, আসে মিলেমিশে,
সুকান্ত, শরৎচন্দ্র, কবি জসীমউদ্দিন তারাও পাশে বসে।।
কবি সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কামিনী রায়, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর,
তাদের সাথে আসে বন্দে আলী মিয়া, আহমেদ ছফার বহর।।
আসেন ডঃ আবু হেনা মোস্তফা কামাল, সৈয়দ মুজতবা আলী, ডাঃ লুৎফর রহমান,
একি লাইনে গাদাগাদি করে ট্রেনে আসে শামসুর রহমান।।
হুমায়ন আহমেদ সহ কত কবি, জ্ঞানী, গুণী আসে তারা বারবার,
জ্ঞানী হতে বলে, মানুষ হও বলে চাহে নাতো কিছু আর।।
আল-মাহমুদ আসে সোনালি কাবিন সাথে লয়ে হাতে,
আবুজাফর-ওবায়দুল্লাহ, গাফফার খান এসে প্রভাত ফেরীতে মাতে।।
মীর মোশাররফ হোসেন-“বিষাদ সিন্ধুর”-শোনায় শোকের বাণী,
“তিনটি অভুত্থান”-নিয়ে আসে লেঃ কর্ণেল আঃ হামিদ গুণী।।
কত ছড়াকার, মজাদার বইয়ের লেখকরা হেথা আসে,
আমরা অধম কেন যে এখনো আছি অলস মনে বসে।।
বিধাতা ধরায় পাঠালেন দূত; রাসুল, পয়গম্বর, নবীদের,
তাদেরকে দিলেন মানুষের জন্য আসমানী কিতাবের।।
এই জ্ঞান যদি পেতে সবে চাও করো নাকো আর হেলা,
সবে মিলেমিশে চলো ভালবেসে-খু্ঁজি বই, বইয়ের মেলা।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯