আবুল কাশেম আযাদ, স্টাফ রিপোর্টার:
উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ এবং আলিফ হত্যায় জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্ব্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যান।
শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর চট্টগ্রামের লোহাগাড়া চুনতি ফারাঙ্গা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারতের পর এ দাবী জানান।
এ সময় তার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি বসির উদ্দিন, সেলিমুল ইসলাম, সবেক ছাত্রনেতা তসলিম উদ্দিন,দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ শফি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন,সাতকানিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইলিযাছ, লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম,সাতকানিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
পরে মুজিবুর রহমান চেয়ারম্যান শহিদ আলিফের পিতা এবং শিশু সন্তানের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।