হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জের আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনয়ন সভাটি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বিকেল ৪ ঘটিকায় মাদ্রাসার হলরুমে বিপুলসংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামবাসীর উপস্থিতিতে এই সভাটি অনুষ্ঠিত হয়।
বুড়িগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মোত্তালেব প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় এডহক কমিটির সভাপতি পদের জন্য তিনজন বিশিষ্ট ব্যক্তির নাম প্রস্তাব করা হয়। প্রস্তাবিত নামগুলো হলো: মৃতঃ আলহাজ্ব ইয়াকুব আলীর ছেলে সহকারী অধ্যাপক ইমরান আলী (১ম প্রস্তাব), মৃতঃ ছালামত প্রামাণিকের ছেলে প্রভাষক জহুরুল ইসলাম (২য় প্রস্তাব) এবং মৃতঃ কলিম উদ্দিনের ছেলে সাবেক ব্যাংকার আফজাল হোসেন (৩য় প্রস্তাব)। উপস্থিত গ্রামবাসী সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবগুলো সমর্থন করেন।
আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলজার হোসেন এই মনোনয়ন সভার বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রাজেকুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম, আব্দুল হামিদ, জামিল উদ্দিন, আজাহার আলী, সুফিয়া খাতুন, মল্লিকা সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও, বিশিষ্ট সমাজসেবক আবু সায়েম, শফিকুল ইসলাম, মাওলানা শামীম হোসেন, শামসুল আলম, কাবিল উদ্দিন, রফিকুল ইসলাম, আনোয়ারুল ইসলাম সুমন, আলহাজ্ব ঠান্ডা, মেহেদী, আলী হাসান, সাইদুর রহমান, মামুন, আশিক, আদম আলী, হুমায়ুন কবির, হারুন, খাতিজা, আনিছুর রহমান, আব্দুল কাদের, জাকারিয়া, মুক্তার এবং অন্যান্য স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গও সভায় উপস্থিত ছিলেন।
এই মনোনয়ন সভার মাধ্যমে আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।