সোহেল রানা স্টাফ রিপোর্টার।।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে। পাইকগাছা উপজেলা ও পাইকগাছা পৌরসভার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সঙ্গে মত বিনিময় করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জননেতা মাওলানা আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন মাওলানা আমিনুল ইসলাম। উপজেলা আমির মাওলানা আবু সাঈদ।সাধারণ সম্পাদক আলতাব হোসেন।সহ-সাধারণ সম্পাদক বুলবুল আহাম্মেদ। বাইতুল মাল সম্পাদক আব্দুল খালেক । পৌর আমির ডাক্তার আসাদ। সাধারণ সম্পাদক মিজান। মাওলানা অধ্যক্ষ আব্দুর রহিম। সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।আবুজার গিফারী সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির । সহ জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মাওলানা আবুল কালাম আজাদ সাহেব বলেন বাংলাদেশে কোন সংখ্যালঘু বলতে কিছুই নাই সকলে এদেশের নাগরিক। এটাই আমাদের সকলের পরিচয়। যারা মানুষ হত্যা জ্বালাও পড়াও করেছে অন্যায় ভাবে মানুষকে অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী সকলে এক হয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে।