মহসিন আলম মুহিন
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে,
গরীব-দুঃখী-ধনী-দারিদ্র্যের ভেদাভেদ যাক সরে।।
মুসলমানের ধর্মীয় উৎসব মহাখুশির দুটি ঈদ,
এ দিনগুলো পেয়ে ধ্বনিত হোক মানবতার গীত।।
সবাই মিলে পালন করি রবের দান, সুন্দর এ বিধান,
বিত্তবানের চিত্ত-আগলে রাখুক অসহায় যতো প্রাণ।।
এসো সকলে ভেদাভেদ ভুলে ঈদে করি কোলাকুলি,
ঈদের চাঁদের শুভ্রতা সাথে লয়ে আগামীর পথ চলি।।
************************************************
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
উপজেলাঃ- চৌহালী
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
দেশঃ- বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
************************************************