,,,,,,আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার,,,,,,,,
ঈশ্বরদীতে পদ্মার শাখা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মুন্না হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই কলেজ ছাত্র মুন্না উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পশ্চিম পাড়া গ্রামের জিয়া হোসেনের ছেলে এবং সলিমপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বাইসাইকেল যোগে মুন্না বাড়ি থেকে লক্ষীকুন্ডা নদীর তীরবর্তী এলাকায় ঘাস কাটতে যাই। এ সময় তীরে সাইকেল রেখে নদীতে গোসল করতে নামে সে। নদীতে প্রচন্ড শ্রোত থাকায় ও সাঁতার না জানাই একসময় পানিতে তলিয়ে যায় সে,স্থানীয় কয়েকজন যুবক ঘটনা টের পেয়ে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।