আবু বক্কর সিদ্দিক উখিয়া,কক্সবাজার।
টানা পাঁচ দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উখিয়া উপজেলার ৫নং ইউনিয়নে ২৫ হাজারের অধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য ও খাবার পানির সংকট। চলাচলের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যায় কবলিত এলাকার মানুষের।
বৃহস্পতিবার (পহেলা আগস্ট ) সরে জমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নে ব্যাপক পাহাড় ধ্বসে ২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানিবন্দি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে প্রায় দেড় হাজার একর চিংড়ি ঘের পাহাড়ি ঢলের পানিতে ভেসে যায়,তবে সারাদিন বৃষ্টি অব্যাহত না থাকার কারণে সেসব এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ২৩৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। কক্সবাজার জেলায় আগামী ৩ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলার পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জাফরুুল ইসলাম জানান তার এলাকায় একশোর ও বেশি বসতি ঘর সহ চিংড়িঘেরের ব্যাপক ক্ষতি এবং পানিবন্দিসহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে।এদিকে ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মুফিজ উদ্দিন জানান তার এলাকায় পৃথক দুটি পাহাড় ধ্বসে ঘটনা ঘটে একটি বসতি ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় আর একটি আশংকা জনক রয়েছে বলে জানান।