আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫ সে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করে জকিগঞ্জ সরকারি কলেজ।এবারের বিজ্ঞান মেলায় “মডেল ওফ ওয়েস্ট ম্যানেজমেন্ট” প্রজেক্ট টি উপস্থাপন করে জকিগঞ্জ সরকারি কলেজ দ্বিতীয় স্থান অর্জন করে। অবশ্য প্রথম স্থান অর্জন করেছে ইছামতী ডিগ্রী কলেজ। “মডেল ওফ ওয়েস্ট ম্যানেজমেন্ট” প্রজেক্ট টি জকিগঞ্জ সরকারি কলেজের ৫জন শিক্ষার্থী মিলে তৈরি করে। তারা হচ্ছেন,হাবিবুর রহমান, খাইরুল ইসলাম, মাহফুজ আহমদ,ইসফাক আদনান, আকিল আহমদ।প্রজেক্ট টি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ৪৮ঘন্টা। কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী এবং কলেজের শিক্ষকরা তাদেরকে অনুপ্রেরণা দিয়েছিলেন।বিশেষ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন জামিল ও পদার্থ বিজ্ঞানের প্রভাষক শাহিনুর রহমান চৌধুরী।
জকিগঞ্জ সরকারি কলেজের ছাত্রের এমন কৃতিত্বের জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জকিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন জামিল।তিনি আরও বলেন, ভবিষ্যতে এই বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আরও জ্ঞান-বিজ্ঞানের চর্চা করতে হবে।এই সফলতা জকিগঞ্জ সরকারি কলেজের নতুন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।