কুতুবদিয়া প্রতিনিধি এম হোছাইন আলী:
উপনির্বাচন করার জন্য আজ ৩০ জানুয়ারী২০২৪ ইংরেজি কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সকলের সু পরিচিত বিশিষ্ট রাজনীতিবিদ জনাব, রেজাউল করিম (রাজুর) সহধর্মিনী (সাবেক মহিলা মেম্বার)জনাবা,(লাইলা বেগম)। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় হতে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তিনি বড়ঘোপের সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা চেয়েছেন।