ইমরান সরকার :- প্রানবন্ত উপস্থাপনা আর রিপোর্টিং-এ দেশের ১ম NEWS OTT ‘এক টাকার খবর’ এর সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন গাইবান্ধা জেলা প্রতিনিধি রবিউল ইসলাম। উপহার পেয়েছেন ”এক টাকার খবর” ও ‘নগদ’ এর পক্ষ থেকে একটি স্মার্ট ফোন।গতকাল শনিবার গাইবান্ধা এসকেএস-ইন এ প্রতিষ্ঠানটির চিফ এডিটর মুন্নী সাহা ও ডিজিটাল কন্টেন্ট এক্সিকিউটিভ নিলয় দাস সাংবাদিক রবিউল ইসলামের হাতে এই উপহার তুলে দেন।
সাংবাদিক রবিউল ইসলাম
পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এ সাফল্যের ধারাবাহিকতায় বজায় রাখতে আগামী সোনালী দিন গুলোতে সার্বিক সহযোগিতা অব্যহত থাকবে!