কুতুবদিয়ায় হালিম চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা
নিজস্ব প্রতিবেদন
সোমবার জুলাই ৮, ২০২৪
কক্সবাজারের কুতুবদিয়া জুডিশিয়াল আদালতের আইনজীবীর সহকারীকে অটোরিকশা থেকে তুলে নিয়ে পরিষদে আটকে রেখে মারধরের ঘটনায় উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদারের বিরুদ্ধে জেলা সদর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
গতকাল (৮ জুলাই) ভুক্তভোগী আইনজীবীর সহকারী ও সংবাদকর্মী মো. হোছাইন আলী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান, ৫ গ্রাম পুলিশসহ ৯ জনের বিরুদ্ধে মামলাটি করেন। গত রবিবার মামলাটি ফাইলিং করা হয় ও সোমবার শুনানি হয়।
মামলা সূত্রে জানা যায়, উত্তর ধুরুং আজিম উদ্দিন সিকদার পাড়ার শফিউল আলমদের সাথে আইনজীবীর সহকারীর পারিবারিক জমির বিরোধ চলছিল। বিষয়টি পরিষদের গ্রাম আদালতে অভিযোগে বিবাদীরা হাজির না হওয়ায় গত ২ জুলাই সকালে অটোরিকশা যোগে আদালতে আসার পথে উত্তর ধুরুং পরিষদের সামনে থেকে চেয়ারম্যান গ্রাম পুলিশের দল পাঠিয়ে ফিল্মি স্টাইলে গাড়ী থেকে নামিয়ে পারিষদের হলরুমে আটকে রেখে নির্যাতন করা হয়।
বিষয়টি আইনজীবী এসোসিয়েশনের মাধ্যমে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।
আইনজীবীর সহকারী হোছাইন আলী জানান, তাকে তুলে নিয়ে বেধে রেখে নির্যাতন করার বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। সেটির তৎপরতা না থাকায় তিনি কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালে রবিবার মামলা করেন ন্যায় বিচারের আশায়। চেয়ারম্যান অন্যায়ভাবে তাকে তুলে নিয়ে নির্যাতন করছেন বলেও জানান তিনি।