মোঃশাহেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার।
কক্সবাজারের সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকায়
সামিহা ফুড প্রোডাক্ট নামের অবৈধ আচারের কারখানায় নকল পণ্যে সয়লাব। বার্মিজ নামে নকল পণ্যের ছড়াছড়ি বার্মিজ মার্কেটসহ পুরো শহর ও শহরতলির দোকানগুলোতে নকল পণ্যের পসরা সাজিয়ে রাখে অসাধু রহিম নামের এক ব্যবসায়ি।
কথিত বার্মিজ আচার নামে পর্যটকদের খাওয়াচ্ছে অরজিনাল বলে। যার কোন অনুমোদন নেই। এমনকি কোন ঠিকানাও নেই কোথায় উৎপাদন করা হয়। আচার তৈরি করা হচ্ছিল মাটিতে নোংরা পরিবেশে। পঁচা বরই গুলো সিদ্ধ করে বার্মিজ প্যাকেট করছে কয়েকজন কর্মী। তাদের কোনো অনুমতি নেই। এসব ভেজাল আচার তৈরি ও খাওয়ার অযোগ্য পচা বরই (কুল), মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল, গুড়, চিনি, রংসহ বিভিন্ন ক্ষতিকর উপকরণ দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরি করা হচ্ছে। সম্পূর্ণ অবৈধ কারখানাটিতে তৈরি ভেজাল আচার প্যাকেটজাত করা হচ্ছে স্থানীয়ভাবে উৎপাদিত মিয়ানমার ভাষায় ছাপানো নকল প্যাকেটে। প্যাকেটে লাগানো হয় উৎপাদনের মেয়াদ লেখা ভুয়া টিকিটও। এছাড়া লাগানো হয় মিয়ানমারের নকল লেবেল। বাজারজাত করা হচ্ছে লাখ লাখ প্যাকেট ভেজাল আচার। কক্সবাজারে তৈরি এসব আচার বার্মিজ আচার ভেবে কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন পর্যটকরা।