ইমরান সরকার স্টাফ রিপোর্টোর:- কোটা সংস্কার, ৯ দফা, ১ দফা আদায়ের জন্য গাইবান্ধায় আন্দোলনের জন্য দাড়ানোর কেউ যখন সাহস পেতেন না।
ক্ষমতাসীন আর পুলিশের আঘাতে যেন কোন শিক্ষার্থীর আহত, গ্রেফতার ও প্রানহানি না ঘটে। হাসিনা গত ১৬ বছরে অনেক আন্দোলন মোকাবেলা করছেন। বাবু ভাই শুধু এক কথাই বলতেন, ছাত্রদের আন্দোলন কেউই দমাতে পারে নাই। হাসিনাও পারবে না। আমারও মনে তাই হচ্ছিল। অন্যান্য আন্দোলনে দীর্ঘ সময় মাঠে অবস্থান নিতে পারেন নাই আন্দোলনকারী। কিন্তু এ আন্দোলনে চিত্রটাই আলাদা ছিল। মানুষ যত নির্যাতনের শিকার হচ্ছিল পরের দিনের কর্মসূর্চিতে রাস্তায় বইছে জন স্রোত। আর হাসিনা বিগত ১৬ বছর একই কৌশলে দমন নীপিড়ন চালিয়েছেন।
অন্যদিকে বিএনপি- জামায়াতসহ শিক্ষার্থীদের নামে একের পর এক মামলা দিয়ে বাড়ি ছাড়া করছে পুলিশ। অনেকেই দেখছি, বাসায় টিভি আর ফেসবুক দেখে গরম গরম কথা বলতে। কিন্ত আন্দোলন সফল করতে যে সব ধরনের সহযোগিতা করতে হয়। গাইড লাইন থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করেছেন। শুধু তাই নয়, বিবেকের তাড়নায় রাস্তায় দাড়িয়ে ছিলেন তাঁরা । শক্তি ও যুগিয়েছেন আন্দোলনকারীদের মাঝে। আজ হাসিনা বিদায়ের পর রাস্তায়ও নেমেছিলেন আনন্দে…