নিজস্ব প্রতিবেদক :
কবি সাহিত্যিক সঙ্গীতজ্ঞ জ্ঞানতাপস প্রাকৃতজ শামীমরুমি টিটন এর জন্মদিন উপলক্ষে কুমিল্লা কবি পরিষদের উদ্যোগে আয়োজিত শিশুকল্যান পরিষদে গত শুক্রবার বিকাল ৪ টা হতে রাত ১০টা ব্যাপি মানবিক কবি মেলা অনুষ্ঠিত হয়। উক্ত কবিমেলায় ” দেশবাংলা প্রকাশন” কতৃক বেস্টসেলার এওয়ার্ডে ভুষিত হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার গর্ব পাকুন্দিয়া দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক কবি, ছড়াকার উপন্যাসিক, গল্পকার ও গবেষক কবির সুমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য কবি সাহিত্যক, বিভিন্ন পত্রিকার সম্পাদক টিভি চ্যানেলের সাংবাদিক বৃন্দ। অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মাহমুদুল হক নিজামী, বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি রিয়াজ উদ্দিন স্টালিন, কবি উপস্থাপক আসলাম সানী, কবি ও অভিনয় শিল্পী সোহেল রশিদ, গ্লোবাল টেলিভিশনের সম্পাদক কবি ও কলামিস্ট ইশতিয়াক রেজা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন কুমিল্লা কবি পরিষদের প্রধান নির্বাহী কবি ও সংগঠক আর. মুজিব।