মহসিন আলম মুহিন
কবির মনের আবেগ তার সাথে শব্দ ও ছন্দের গাঁথা-
সমকাল কখনও সমকাল ছাড়িয়ে অনেক দূরের কথা।।
কবিতায় প্রেম, কবিতা হেম, কবিতায় ফোটে দুঃখ ব্যাথা-
শুনলে গাই, না শুনলেও গাই, চঞ্চল- নেই কোন নীরবতা।।
বাঁচার আশা, কঠিন ভাষা, স্বাধীন পথ, শিকল ভাঙ্গার মত-
সাম্য হিয়া পূর্ণতা নিয়া হাজার আশা ভরসার শব্দ গদ।।
বিবেকের দংশন প্রিয়ার কথোপকথন, মিষ্টি রস মধুর,
সাগরের ঢেউ, নদীর কলতান, ঝর্ণার গান বেদনা বিধুর।।
ঋতুর পালাবদল, বৃষ্টি বাদল, ফুলে ফুলে কাননের শোভা-
মানুষের গান, ধর্ম, কর্ম-কবির মন কবিতায় মনোলোভা।।
ফল, লতাপাতা, পশুপাখি, বৃক্ষকুল- প্রেয়সীর কালো চুল,
নগরের উত্থান-পতন, শাসকের আচরণে ফুল আর ভুল।।
একাল ও কাল সৃষ্টি কর্তা, স্বর্গ-নরক সব কিছু বিধাতার,
কোরআন, পুরান, বেদ, বাইবেল, সব উপকরণ কবিতার।।
যখন ছিল না অক্ষর তখনো শোনা যেতো কবিতার সুর,
কবি আর কবিতা দেহ-আত্মা সুরে চলে মজে অন্তঃপুর।।
কবিতার নেই নির্দিষ্ট কোন সংজ্ঞা কোনো রূপের রেখা,
কখনও নায়ক ও গায়ক কখনো ভিলেনের ছবি আঁকা।।
কবির মনের সব মাধুরি ঢেলে কবিতার ঘটে আগমন,
কবি আর কবিতা মানবতার কথা কয় রচে আলাপন।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯